মগজের পুরোটা জুড়েই স্বপ্নের বসবাস নিয়ে থাকি
এটা দেখি ওটা দেখি,রাখিনা কোনোটা বাকি
রাত দিন ফুরিয়ে গেলে দেখি সবকিছু ছিল ফাঁকি।

স্বপ্নের নৌকায় ভেসে ভে‌সে শেষে এখানে
জীবনের প্রয়োজনে সময়ের টানে বিরহের গানে
কত কত স্বপ্ন আঁকা হৃদ‌য় দেয়ালে কারনে অকারনে
তার সবটুকু মুছে যায় হারিয়ে যায় উড়ে যায় আসমানে
আমি অবাক তাকিয়ে থাকি,দু ফোঁটা জল আঁখিকোণে
ভেসে ভেসে হেসে হেসে কেঁদে কেঁদে সময়ের ব্যবধানে।

ভাবছ শেষ হয়ে গেল স্বপ্ন এখানেই,না না তা নয়
আমার পোড়া মন পুড়ে যায় বারে বার অবলীলায়
তবুও মজে থাকে সারাক্ষণ না পাওয়া স্বপ্ন খেলায়
স্বপ্ন দেখি পেয়ে যাব সবটুকুই আপনায় ধীরলয়
হয় কি পাওয়া  হয় না,বুকে জমে সহস্র সংশয়।

চলে যায় সকাল দুপুর রজনী দিন মাস বছর
চেয়ে দেখি আবার জমেছে স্বপ্নের পারাবার
যদিও সবকিছু হারাবার নয় কিছুই দাঁড়াবার
জীবন পথে আজীবন করে স্বপ্নের কারবার
এইভাবে অচেনা পথে হারিয়ে যাব ফের আবার।
০৭|১২|২০২২