কে হবে আমার স্বপ্নচারিণী
কে হবে আমার ভালোবাসার রাগিনী
বলো সে কোথায় লুকায়েছে
যে আছে বুকের খুব কাছে।
তারে কোথায় খুঁজে বেড়াই
বলো তারে কোথায় খুঁজে পাই
হৃদয় সুরের বীনায় বীনায় রোজ
বেহাগী সুরে করি তার খোঁজ।
কে দেবে আমার হৃদয়ে টান
কে ভালোবাসবে মোরে অফুরান
তার ই পথ চেয়ে উদাসী মনে
বিষাদী বাজনা বাজে ক্ষণে ক্ষণে।
কবে ছুঁয়ে যাবে সে আমায়
বলো কবে সে দেখা দেবে হায়
আমার ভালোবাসার রাগিনী সুগন্ধি
তার ভালোবাসার রাগে আমি যে বন্ধি।
জুলাই,২০১২