কি আর বলবো কি আর বলার আছে      
অযাচিত দুঃখ বুকের মাঝে রয়েছে
কি আর বলবো কি আর বলার আছে
হারানো বেদনা হৃদয়ে জমে রয়েছে।

কি আর বলবো কি আর বলার আছে
সুখের পাখিরা দল বেঁধে উড়ে গেছে
কি আর বলবো কি আর বলার আছে
বিষাদের গান হৃদ মাঝারে জমেছে।

কি আর বলবো কি আর বলার আছে
কারা যেন হায় বুকে পাথর রেখেছে
কি আর বলবো কি আর বলার আছে
কত কত আশা  আমায় ফাঁকি দিয়েছে।

কি আর বলবো কি আর বলার আছে
সবকিছু ভেঙ্গে মনকে মেরে ফেলেছে
কি আর বলবো কি আর বলার আছে
হতাশায় ডুবে সবুজ মন কেঁদেছে।
০৯/১২/২০২১