হৃদয়,কতো কথা বলে
ভুলিয়ে রাখি শত কৌশলে
তবু ফের হৃদয় অস্থির
জানিনা হারাচ্ছি কোন অতলে।

জীবন,জেরবার সারাবেলা
তবু ফের বাঁচবার আশা
অন্ধকার,আলো জ্বলে উঠবে
ভেবে ভেবে নতুন প্রত্যাশা।

বিস্ময়,পরাজয়ের হাতছানি
থেকে থেকে সকাল সাঁঝ
তবু ফের আঁটসাট বেঁধে
হৃদয় পড়ে স্বপ্নের তাজ।

হৃদয়,মেঘমালা ছুঁয়ে যায়
বরিষণ স্তব্ধ,গুমোট ভাব
ঝরঝর ঝরে না বারিধারা
নিশ্চুপ হৃদয়,কান্নার অভাব।

হৃদয়,বন্ধি তবু নয় চারদেয়াল
উন্মুক্ত,উড়ে চলে সারাক্ষণ
ধরা যায়,যায় না কভু বোঝা
শুনি হৃদয় কথন অনুক্ষণ।
মে,২০১২