এক পা দুই পা তিন পা করে
রিনির বিড়াল হাঁটে
দেখলে পরে ইঁদুর ছানা
ভীষণ রাগে ফাটে।

চুপি চুপি ইঁদুরকে সে
একাই ঘায়েল করে
তাই না দেখে রিনি সোনা
ভালোবাসে তারে।
০৮.১১.২০০১