মোরা একই ভাষায় কথা বলি ভাই
মোরা একই সুরেতে গান গেয়ে যাই
মোরা গলাগলি করে পথ চলি রোজ
মোরা সুখেতে দুঃখেতে রাখি সবে খোঁজ।

মোরা একই খাদ্যতে ক্ষুধা যে মেটাই
মোরা একই পানিতে পবিত্র যে হই
মোরা একই দেশের সকল মানুষ
মোরা কত যে আপন, তবুও বেহুস।

মোরা করি মারামারি,করি রোজ খুন
মোরা ভাইয়ের বুকে জ্বালাই আগুন
মোরা করি ধর্ষণ পশুদের মতো
মোরা করি অত্যাচার রোবটের মতো।

মোরা করি সন্ত্রাস ধরার বুকেতে
মোরা করি দুর্নীতি পকেট ভরতে
মোরা শুধু চাই ঘুষ আপন স্বার্থে
মোরা ছেড়েছি বিবেক সুখের তরেতে।

আল্লাহ্ র সৃষ্টি মোরা সবে ভাই
পাপী-তাপী,সুখী-দুঃখী,সবে ভাই ভাই
করো ত্যাগ অপরাধ শান্তির তরে
ঝরাই ও না রক্ত পৃথিবীর পরে।

ভেদাভেদ ভুলে চলো গড়ি সবে ধরা
আর নয় হানাহানি আপন যে মোরা
করো ত্যাগ পাপ কাজ আপনার গুনে
সুখের পৃথিবী হোক তব আহ্বানে।