ছুটছে তরী,ছুটছে মন
আর কতো অকারণ
থাকবে-ই এ-ত বেদন
মন-তরী কূল পাবে কখন!
ভাঙ্গছে তরী,ভাঙ্গছে মন
আর কতো অকারণ
থাকবে-ই এ-ত ভাঙ্গন
মন-তরী কূল পাবে কখন!
দিশেহারা তরী,দিশেহারা মন
আর কতো অকারণ
ভুল পথে এ-ত গমন
মন-তরী কূল পাবে কখন!
ছুটছে তরী,ছুটছে মন
আর কতো অকারণ
থাকবে-ই এ-ত কাঁদন
মন-তরী কূল পাবে কখন!
২২.০৬.২০১৩