পাখিটি চেয়েছিল আকাশ জুড়ে উড়তে
কিন্ত আকাশ হয়ে গেল চার দেয়াল
চেয়েছিল সে মুক্ত আকাশ তার তরে
পেল সে খাঁচা,রুদ্ধ হলো তার চলাচল।
পাখিটি চেয়েছিল সীমাহীন মুক্ত আকাশ
তবুও আটকে রইল সে নীরবে চিরকাল
গান গেয়ে চলা পাখিটি ভুলে গেল গান
তার সবুজ মন ধূসর হলো সকাল বিকাল।
পাখিটি চেয়েছিল তার জীবনে আলো
কিন্ত নিকশ কালো আঁধার ঘিরে ধরে
তার চারিদিক আলোকিত হতে দেয় না
নিমিশেই পাখিটি হতাশায় ডুবে মরে।
পাখিটি চেয়েছিল ডানা মেলে উড়তে
কিন্ত সে পারে না তার চারিদিক খাঁচা
বিষাদের কালো ছায়া তার ভুবন জুড়ে
হতাশায় দুরাশায় ম্রিয়মান হলো তার বাঁচা।
০৮/১২/২০২১