চারিদিকে জমেছে অভিযোগের স্তূপ
আমি আসামী হয়ে রয়েছি নিশ্চুপ
দেখছি চুপচাপ বিচারের আয়োজন
শাস্তি হবেই এবার হয়ত নিদারুণ।

দোষী কিম্বা নিরাপরাধী জানে অন্তর্যামী
নীরবেই গ্রেফতার হয়ে গেলাম আমি
আসামীর কিছু বলার সুযোগ যে নাই
শাস্তির মালা গলদেশে নিয়ে নেবে ঠাঁই।

জীবন পথে বিষাদ রথে চলতে চলতে
ভাল মন্দ ব্যবধান হিসেব কষতে কষতে
সবার কল্যাণ মগজে জমা রাখতে রাখতে
হয়ে গেলাম আসামী এই নিঠুর ধরনীতে।

দিকে দিকে মনের এত যে অন্ধকার
ঘোচাতে পারলাম না কিছুতেই যে আর
শুদ্ধ হতে চেয়ে আলোর দেখা পেতে
মেনে নিতে হবে শাস্তি আজ মাথা পেতে।
০৮|০২|২০২৩