ভালো লাগে আজীবন শীতের সকাল
সবটুকু রোদ মেখে খুশিতে মাতাল
সেই শৈশব কৈশোরে মধুর সকাল
হাতছানি দিয়ে ডাকে সকাল বিকাল।
ফিরে পাওয়া যাবেনা মধুময় ভোর
সেই হাসিমাখা মুখ মনচোর মোর
শীতের সকাল আসে কুয়াশার ঘোর
সে তো আসবে না আর হবেনা যে ভোর।
সময়ের পাতা ঝরে যাবে বহুদূরে
শত শীতের সকালে খুঁজে গেলে তারে
পাবেনা তুমি পাবেনা কিছুতে আহারে
যে গেছে হারিয়ে দূরে পাবেনা যে তারে।
কত শীতের সকাল আসে চলে যায়
ভালো লাগা অনুভূতি বুকে আঁকা রয়
মুছে যাবেনা কখনো মধুর সময়
রোদ মাখা সে সকাল ডাকবে আমায়।
২১/১২/২০২৩