যে দুঃখ পেয়েছি
যে কান্নায় ভিজেছে আঁখিযুগল
যে জুলুম সয়ে সয়ে জেরবার হয়েছি
তা কেমনে ভুলি,হৃদয় যে টলমল।
সময়ের নিঠুর খেলায়
যা বয়ে চলেছি আমি
সে যে বড় দুঃখময়
হৃদয়ের গভীরতা জানে অন্তর্যামী।
যে বিষাদে হৃদয় কাঁদে
থেকে থেকে দগ্ধ হৃদয়পুর
তা তো নীরব অপ্রকাশিত
কান্নার সুর।
যে দুঃখ পেয়ে ধীরে ধীরে
স্বপ্ন পানে ছুটে চলেছি
সে ত মায়াময়-মধুময়
ব্যথার মাঝে ইতিহাস রচেছি।
২৯.০২.২০১৬