যা কিছু সফলতা
সব ই তোমার দান
তোমার দয়া অফুরান
যা কিছু ব‌্যর্থতা
সবই আমার অজ্ঞতা।

আমি তো বার বার
চেয়েছি জিততে
হেরেছি তবুও যে
ভুলের বদৌলতে।

জিততে চাইনি যবে
মেনে নিয়েছি পরাজয়
আপনাতে হয়েছি মগ্ন
ঠিক তখনই তুমি
ভুল ভেঙ্গে দিয়ে
আমাকে জিতিয়ে দিলে
হোল মোর জয়।

এভাবে ই বার বার
পরাজয়ে এসেছে সফলতা
আমি বিস্মিত হয়েছি
চোখ মেলে বার বার
তোমা পানে চেয়েছি
করুণাময় যে তুমি
দয়া করো নিশ্চুপে
এই অসহায় পাপীকে
শুকরিয়া তোমার দরবারে।
৩১.০৩.২০০৫