সবাইকে দিয়ে ছুটি
গুটি গুটি পায়ে হাঁটি
মাথায় ভর্তি আলুথালু চুল
জীবনের সবটাই ভুল।

দিবা-যামিনী উভয়ই সমান
বোধ নাই মান অপমান
সবাই বলে আমি পাগল
সত্যিই আমি বড় পাগল।

সারাবেলা রাস্তায় শুয়ে থাকি
নিজেকেই নিজে দিই ফাঁকি
চেয়ে দেখ সুস্থদের কর্মকান্ড
মুখোশের আড়ালে চলে কত ভন্ড।

কিসের নেশার লোকগুলো ছোটে
সুখ কি কভু কপালে জোটে ?
ধোঁকা দিয়ে সবে বড় হতে চায়
বড় হলেও অসাধু শান্তি না পায়।

আমি বলি সবাই পাগল
ছুটে ছুটে হবেই বিফল
নই যে আমি হিসেবের মানুষ
তবু ও দেখ আমি মানুষ।