এই আঁকা বাঁকা মেঠো পথ ধরে
পায়ে হেঁটে এখানে নদীর কিনারে
তুমি এসেছিলে নব সাজে রাঙাতে
চলার পথে তোমার জীবন সাজাতে।
দেখেছ কত ভাঙ্গা গড়া জীবন খেলা
পেয়েছ ভালোবাসা কখনো অবহেলা
কত মান অভিমানে রঙিন করেছ মন
বুকেতে রেখ দিও সবটুকু সারাক্ষণ।
যে আলো যে ভালোবাসা রেখে গেলে
জানিনা তার কতটুকুই বা তুমি পেলে
পাওয়া না পাওয়ার এই জীবন জোয়ারে
ব্যথাটুকু মুছে নিও রেখনা তোমার দুয়ারে।
জীবন প্রবাহে বেলা শেষে তোমার প্রস্থান
বিচ্ছেদ বিরহে ভারাক্রান্ত হয় আমার মন
মেনে নিতে হবে এ যে সময়ের প্রয়োজন
ভালোবাসা রাখলাম তোমার তরে সারাক্ষণ।
১২|০৫|২০২২