কতো স্বপ্নের স্বাধীনতা
আজ কাঁদে পৃথিবীর পথে প্রান্তরে
তুমি কি খুঁজে পাও কোথাও স্বাধীনতা
আমি তো দেখি কান্না অন্তরে অন্তরে।
স্বাধীনতা আজ খুঁজে পাই না
পৃথিবীর কোনো অলিতে গলিতে
চলছে শোষণ স্বাধীনতার আড়ালে
কান্না দেশে দেশে চলতে চলতে।
এতো স্বপ্নের স্বাধীনতা
আজ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক শক্তি
দিকে দিকে আজ পরাধীন মানবতা
বুঝি মিলবে না আর কিছুতেই মুক্তি।
কতো কতো স্বপ্নের স্বাধীনতা
মানবতার মুখোশে অমানবিক যারা
আজ স্বাধীনতার দখল নিয়েছে তারা
পৃথিবীর পথে পথে বয় নীরব অশ্রুধারা।
স্বাধীনতা আজ কোথাও নাই
শুধু দালালি আর মারণাস্ত্রের জয়জয়কার
মানুষগুলো আপাদমস্তক পরাধীন এখানে
স্বাধীনতার স্বাধীনতা আনতে কেউ নাই আর।
২৩|০২|২০২২