পৃথিবীর পথে পথে এত এত ব্যথা
এত এত যন্ত্রণা জীবনের বাঁকে বাঁকে
তবু হাজার বছর বাঁচতে ইচ্ছে হয়।

রোজ চাওয়ায় চাওয়ায় দিনান্তে এসে
ক্লান্ত হতাশ মনে শেষে আপন নীড়েতে ঠাঁই
তবুও এই সংগ্রামী মন আবার ছুটতে চায়।

ধূলো আর ধোঁয়া শরীরে আলতো মেখে
শত জনতার ভীড়ে নিজেকে হারিয়ে
ফের বাড়াই কদম প্রত্যাশা প্রাপ্তির নিমিত্তে।

প্রত্যাশার প্রাপ্তি হয় না আর কিছুতেই
তবুও ছুটতে হয়,চাই রোজগার -উদরের অন্ন
দিন যায় প্রত্যাশার মৃত্যু হয় আমার -ই অজান্তে।

কখনো কখনো বসে ভাবি অবসরে-নিরালায়
এই যান্ত্রিক নগরের নাগরিক কোলাহলে
ছুটছে কত জন আরও স্বপ্ন পূরণের আশায়
কেউ রাখে না যে খোঁজ কারো, কেননা কেউ আপন নয়।