পথের মাঝে থাকি
পথেই হই মানুষ
আমাদের নিয়ে
নেই কারো হুস।
বাবা-মা হারা রাস্তার ছেলে
আমরা সবাই
জীবন ভর শুধু
অবহেলা ই পাই।
দু’বেলা দু’মুঠো অন্ন
জোটে না হায়
দূর দূর করে
সবাই তাড়িয়ে দেয়।
আমরা পথের শিশু
পথেই মোদের নিবাস
ভালোবাসা চাই
চাই সুখের আবাস।
২৩.০৮.২০০২