উড়ে উড়ে কতদূরে
নাটাই তার হাতে
সীমানা ছাড়ানো যাবে না
ধরা পরবেই দিনে-রাতে।

ছল-চাতুরি ছেড়ে দিয়ে
চল রে মন সরল পথে
বাঁকা পথে পৌঁছানো যাবে না
উঠে পরবে ভুল রথে।

উড়ন্ত মনে লাগাল দাও
সহীহ রাস্তা খুঁজে নাও
তোমার একূল-ওকূলে যদি
রওশন দেখতে চাও।

এটাই সাফ কথা
কুরআন হাদীস মেনে নাও
ইসলামের আলোতে এসে
তোমার জীবনকে রাঙাও।

উড়ে উড়ে চলে চলে
মনগড়া জীবন সাজালে
পাবে না কোনো দিশা
সময় হারিয়ে গেলে।

মেনে নাও মেনে নাও
আল্লাহ্-রাসূলের হুকুম
একূলে-ওকূলে শান্তি পাবে
হবে তুমি সফলকাম।
১২.০৭.২০১৬