অস্ত্র ছেড়ে ফুল ধর
শুধু কোলাকুলি কর
কেন মিছে যুদ্ধ কর
এত মানুষকে মার।

যুদ্ধ সমাধান নয়
এ যে শুধু ধ্বংস ময়
বাড়ে ক্ষয় আর ক্ষয়
মেত না যুদ্ধ খেলায়।

কচি কচি শিশু মেরে
মানবতা ধ্বংস করে
মার বুক খালি করে
বিজয়ী ভাবো নিজে রে।

নয় নয় ভালো নয়
যুদ্ধ কভু ভালো নয়
যারা শুধু যুদ্ধ চায়
তারা যেন ধ্বংস হয়।

মিলেমিশে থাকো ভাই
আর যুদ্ধ নাহি চাই
যুদ্ধ ছাড়া আমরা ই
গড়বো পৃথিবী টাই।
২২.১২.২০০৯