থেমে গেছে মূলতঃ সবকিছুই
স্থবির হয়ে গেছে মন,শরীর
তবু যে পদক্ষেপ, এ সময়ের চাহিদা
স্তব্ধতায় ভরা ভুবন আমার।
উড়ে গেছে পাখি নীলিমায়
ডানা ভেঙ্গে পাখি চলে গেছে
আপন কোনো অচেনা ঠিকানায়
পাখি নীরবেই সুদূরে হারিয়েছে।
ঐ দূরে আরো দূরে কিম্বা খুব কাছে
কোথাও তার দেখা নাই, নাইরে
আঁখি মন কারণ আর অকারণ
সারাক্ষণ খুঁজে খুঁজে যায় রে।
এই যে পদক্ষেপ,সময়ের প্রয়োজনে
সে ত বিষাদের নিঠুর বিরহ কান্নার
তার কোনো সীমানা খুঁজে পাবে নাকো
সীমাহীন বিষাদে হাবুডুবু হৃদয় আমার।
২৮|০৯|২০২৩