আমার হৃদয় কাঁদে থেকে থেকে শুধু
হারানোর বেদনা তে কাঁদে বারে বার
বোঝাতে পারি না আমি শোনে না বারণ
করে হাহাকার মন কাঁদে বারে বার।
হারানোর বিষাদ যে বেদনা বিধুর
পরাজিত হৃদয় ই বুঝতে পারে তা
পুড়ে পুড়ে যায় হৃদয় সকাল সাঁঝে
ব্যথিত জন ই বুঝবে সেই ব্যথা।
ব্যথিত আমার মন কাঁদে সারাক্ষণ
পরাজয়ে পরাজয়ে হতাশার বুকে
আশ্রয় নিয়েছে মন,করে আস্ফালন
চলছে অবিরত শুধু ধুঁকে ধুঁকে।
১১.১২.২০০৯