পা‌খিরা এ‌সে ব‌সে‌ছিল এখা‌নে, হৃদ‌য়ে
স্বপ্ন হ‌য়ে বাসা বেঁধে‌ছিল বু‌কের মা‌ঝে
আবার ভে‌ঙ্গে বুক উ‌ড়ে গেল তারা অ‌চেনায়।

আ‌মি র‌য়ে গেলাম বিরহী একাকী আঁ‌খিজ‌লে।
১৭/১০/২০২০