এই তো জীবন
সারাক্ষণ রক্তক্ষরণ
কান্না আর কান্নার মাঝে
অবিরত বিচরণ।
নীলিমার কালো মেঘ
কাটে না আর
ঝরে না বৃষ্টি
থাকে শুধু অন্ধকার।
অন্ধকারে বেদনার গানে
ব্যর্থ স্বপ্নের হাতছানি তে
চলে জীবন কান্নায়
সারাক্ষণ দিনে রাতে।
এই তো জীবন
শুধু না পাওয়ার আলিঙ্গন
চাওয়া পাওয়ার খেলায়
ব্যর্থতার জয়গান।
পরাজয় আর ব্যর্থতায়
কুয়াশা মাখা জীবন
আবছা আলোয় ধীর লয়
নিরবধি চলছে সারাক্ষণ।
১৫.০৮.২০১৬