‌মানু‌ষের স‌ঙ্গে বাড়াবা‌ড়ি কর‌তে পা‌রিনা
পা‌রি না একটু কড়াক‌ড়ি আচরণ কর‌তে
‌হেতা কূপমন্ডুক ই বে‌শি, পোড়ায় অ‌বিরত
আঁ‌খিজল মু‌ছি একা‌কি তাই নীরব পশ্চা‌তে।

এখা‌নে কোমল ম‌নের মানুষ খুঁ‌জে পাই না
জাগ‌তিক চা‌হিদায় ব্যস্ত মানু‌ষের শোর‌গোল
অনুভূ‌তি চাওয়া পাওয়ায়, মানবতায় নয়
বাড়‌ছে শুধু রেষা‌রে‌ষি,দি‌কে দি‌কে হট্ট‌গোল।

‌কোমলতা আর সজীবতা হা‌রি‌য়ে যা‌চ্ছে নীর‌বে
এখা‌নে সৃজনশীলতা মূল্যহীন অশ্লীলতার ভী‌ড়ে
আ‌মি তু‌মি আমরা সবাই ছু‌ট‌ছি টাকার খোঁ‌জে
‌কেউ তাকাই না কভু কা‌রো অনুভূ‌তির দুয়া‌রে।

এখা‌নে কোমল হৃদয় যার সে আহত বারবার
আ‌মি ও কর্কশ হ‌তে পা‌রি‌নি তাই ব্য‌থিত পরাণ
নীর‌বে এই  শৃঙ্খলাহীনতার ভীড়ে আপনার প‌থে
একা‌কি সংগ্রা‌মে নি‌য়ো‌জিত প্রত্যাশা অফুরান।
২৭/০৭/২০১৮