কতো স্বপ্ন ছিলো,নীরবে মরে গেল
নিঠুর বাস্তব এসে আলিঙ্গন করলো
এখন শুধু সকাল-সন্ধ্যা দায়ভার
স্বপ্নমাখা জীবনের এ কি হাল হলো।

স্বপ্ন দেখা কঠিন,তবু দেখেছিলাম
আকাশে স্বপ্নের পাল তুলেছিলাম
আজ মুখ থুবড়ে পরলো সবকিছু
একে একে স্বপ্নগুলো শুধু হারালাম।

জীবন জুড়ে রোজ স্বপ্নবোনার খেলা
হারানো স্বপ্নের মায়া ভুলে আবার
নতুন স্বপ্নের হাতছানিতে উড়ন্ত মন
খুঁজে ফেরে অচেনা অজানা কিছু বারবার।

এই স্বপ্ন বোনা আর খোঁজাখুঁজির মাঝে
সময় খেলে লুকোচুরি,হারায় অচেনায়
জীবন জুড়ে ব্যর্থ,তবু নিয়তি সংগ্রাম
স্বপ্ন দেখা না দেখা ,ধুম্রজাল-জানা-অজানায়।
০৮.১১.২০১২