হজম করতে হয়েছে কতকিছু
বেমালুম গিলে ফেলেছি
পাহাড় সম ব্যথাগুলো
বুকেতে পুষে রেখেছি।
জীবনের এই পথে চলতে চলতে
কূপমন্ডুকের শত খোঁচা সয়েছি
বারে বারে হুল ফুটায়েছে মোরে
তবু তাদের কল্যাণ চেয়েছি।
কারো তরে আঘাত করিনি এতটুকু
থেকে থেকে সবাইকে আপন ভেবেছি
তবুও কেউ ভাবেনি আপন মোরে
শুধু পরাজয় মেনে নিয়েছি।
আমি কারো তরে ব্যথা দিতে চাইনি
বোঝেনি বুজদিল কত ব্যথা পেয়েছি
কূপমন্ডুক আর আমি জমিন আসমান
রোজ তাই তাদের ছেড়ে দিয়েছি।
০৫|০৮|২০২২