করি তওবাহ্ বারবার
ফের হই গুনাহ্গার।

আমি পাপী সময়ের খেলায়
বোঝাতে পারি না নিজেকে
ভেঙ্গে যায় পণ কারণ অকারণ
আমি যাই পাপেতে আটকে।

পাপী আমি করি তওবাহ্
ক্ষমা করে দাও ওগো আল্লাহ্।

কাঙাল আমি অবুঝ গুনাহ্গার
চাই না তবু ডুবে যাই পাপেতে
কি যে বেদনা জমেছে বুকেতে
আমার পরাজয় নিজের অজ্ঞাতে।

পাপী আমি তবু ফের
ক্ষমা চাই দরবারে আল্লাহ্ র
মেহেরবান তিনি দয়ালু অতি
ক্ষমা করবেন বিশ্বাস হৃদমাঝার।

করি তওবাহ্ বারবার
করি প্রার্থনা দরবারে আল্লাহ্ র
সংশোধিত হতে যেন পারি
না হই যেন গুনাহ্গার।
০৬.১২.২০১৬