যাহা ছিল এখন নেই আর তাহা
সব‌কিছু ব্যর্থতায় পর্যব‌সিত হ‌য়ে‌ছে
চাওয়াগু‌লো না পাওয়া হ‌য়ে উ‌ড়ে গে‌ছে।।

উ‌ড়ে গে‌ছে সব‌কিছু বিষাদ হ‌য়ে আকা‌শে
মগ‌জে যা কিছু ছিল হ‌য়ে‌ছে সব ঘোলা‌টে
চাওয়াগু‌লো না পাওয়া হ‌য়ে কাঁ‌দি‌য়ে‌ গেছে।।

কাঁ‌দি‌য়ে গে‌ছে মো‌রে হায়‌রে নিদারুণ ভা‌বে
‌কেউ জা‌নে‌নি কেউ বো‌ঝে‌নি বিষা‌দি ভ‌বে
চাওয়াগু‌লো না পাওয়া হ‌য়ে কষ্ট দি‌য়ে‌ছে।।

কষ্ট দি‌য়ে‌ছে মো‌রে হায়‌রে আজীব‌নের ত‌রে
বু‌কের ভিতর চু‌পিচু‌পি শুধু হাসফাস ক‌রে‌রে
চাওয়াগু‌লো না পাওয়া হ‌য়ে বু‌কে  জ‌মে‌ছে।।
০৪/১১/২০২০