স্বাধীনতা মা‌নে একাত্তর,রক্ত জোয়ার
অ‌গ্নি স্ফু‌লি‌ঙ্গে পু‌ড়ে পু‌ড়ে ছাড়খার
বাংলার জ‌মিন বাংলার বা‌ড়ি ঘর
বু‌কে‌তে জমা ই‌তিহাস শুধু কান্নার।

স্বাধীনতা মা‌নে বু‌কে‌তে ক্ষত‌চিহ্ন বারবার
পা‌কিস্তা‌নি নর‌পিশা‌চের থাবায় জেরবার
বাংলা‌দেশ,‌বির‌হের নিঠুর সেই একাত্তর
স্বাধীনতা মা‌নে শত শত প্রাণ হারাবার।

স্বাধীনতা মা‌নে বু‌কে‌তে ব্যথার পাহাড়
মা বে‌া‌নের ইজ্জত মা‌টি‌তে লু‌টি‌য়ে যাবার
বু‌লে‌টের সম্মু‌খে আমজনতার দাঁড়াবার
তবু বাংলা‌দেশ নয় কভু মাথা নোয়াবার।

স্বাধীনতা মা‌নে মাথা উঁচু ক‌রে দাঁড়াবার
মু‌ক্তি‌যোদ্ধার রক্তদা‌নে প্র‌তি‌রোধ গড়ার
বাঙালি দিল প‌রিচয় বিজয়ী বীর সেনার
গড়লো ই‌তিহাস গড়‌লো বাংলা‌দেশ,একাত্তর।

স্বাধীনতা মা‌নে নিরব‌চ্ছিন্ন বীরত্ব গাঁথা বাংলার
স্বাধীনতা মা‌নে পরাজিত পা‌কিস্তা‌নি-রাজাকার
স্বাধীনতা মা‌নে সুখ ছোঁয়া,স্বপ্নীল মাঠ-ঘাট-প্রান্তর
স্বাধীনতা মা‌নে বিজয়ী বাঙা‌লির ই‌তিহাস,একাত্তর।
২৫/২/২০১৯