ভাবনার অন্তরালে বিষণ্ণ জীবন
আঁকাবাঁকা দোলাচলে অনিশ্চিতে গমন।

বিষণ্ণতা সঙ্গী
সুখ-দুঃখে বসবাস
দিবস-রজনী অবগাহন
পরাজয়ে পরাজয়ে
আঁখিযুগল মলিন
খুশির ঝিলিক অচেনা
জীবনবোধ দুঃখসারথি
জানা-অজানায় অন্তঃক্ষরণ।

চিন্তা কিম্বা দুশ্চিন্তার জীবন
পাওয়া না পাওয়ার জীবন
স্বপ্ন বোনার লুকোচুরি খেলা
বুকেতে লালন সারাবেলা
ধুঁকে ধুঁকে পথ চলা
প্রাপ্তি নিশ্চুপ দহন।

বিষণ্ণ জীবন ভাবনার জয়ধ্বনি
প্রত্যাশার মরণ নীরব রক্তক্ষরণ।
১৭.১০.২০১৫