সেই ছেলেটি কোথায় গেল হারিয়ে
আহা ! তাকে যদি আবার পাওয়া যেত ফিরে
কৈশোর আমার কোথায় গেলি তুই আজি
নয়ন জলে ভেসে নিশিদিন শুধু তোরে খুঁজি।

সারাদিন ছুট নিয়ে খেলাধুলা আর লেখাপড়া
কোথায় আমার সেই শৈশব হাজারো স্বপ্নমাখা
দুরন্ত শৈশব আমার কোথায় গেলি আজ হারিয়ে
কৈশোরের ছেলেটিকে খুঁজি আজ অন্য শিশুদের ভিড়ে।
২১.০৯.২০০২