তুমি বেঁধে রাখো মোরে সারাক্ষণ বাহুডোরে
আমি হারাতে চাই অবিরত প্রেম সাগরে
তোমার উষ্ণ বক্ষে ঠাঁই দাও বঁধুয়া আমারে
আমি ভালোবাসি ভালোবাসি প্রিয়া তোমারে
ওগো প্রেয়সী আমার হৃদয় মনোহর
তুমি শান্ত করো অস্থির দুনিয়া আমার
তোমার সাজানো ঐ প্রেমের তরীতে
সঙ্গী হয়ে আমিও যে চাই উঠতে
ওগো প্রেয়সী নাও না আমায় আপন করে
হারাবো দুজন একই সাথে প্রেম সাগরে।
২২.১২.২০০৬