পা‌রি‌নি এখ‌নো শুধু আঁ‌খিজল মু‌ছে‌ছি
ভিত‌রে যে সমুদ্র তার গর্জন শু‌নে‌ছি
আ‌মি অবাক তবু সুদূ‌রে তা‌কি‌য়ে‌ছি।

‌কি যে নিদারুণ কষ্ট বোঝা‌নো যা‌বে না
তবু ব‌য়ে চলা এই জীব‌নের লেনা‌দেনা
পা‌রি‌নি ধর‌তে অদৃশ্য তার আনা‌গোনা।

পা‌রি‌নি আ‌মি আ‌জো তবু স্বপ্ন ছা‌ড়ি‌নি
সবুজ ম‌নের জানালা আ‌জো বন্ধ ক‌রি‌নি
পরা‌জিত আ‌মি তবু পরাজয় মে‌নে নেই নি।

আঁ‌খিজল মু‌ছে ধূসর ধরনী‌তে দাঁড়িয়ে‌ছি
‌ফের আ‌মি তপ্ত বু‌কে নব নব স্বপ্ন বু‌নে‌ছি
পা‌রি‌নি হালও ছা‌ড়ি‌নি সুদূ‌রে তাকিয়ে‌ছি।
২৭/০৯/২০২০