ব্যাথাগুলো অক্টোপাস,আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।
বুকের জমিনে বসবাস করে করে
ঘুন পোকা হয়ে কুঁড়ে কুঁড়ে খেতে চায়
এমন সময় স্মরণ নিলে আল্লাহর,তৃপ্তি মেলে অশেষ।
ভেবে ভেবে অন্তঃকরণ যবে জেরবার
অমানিশার অতলে হারাতে চায় সবকিছু
দিকভ্রান্ত হৃদয় কাঁদে সকাল সন্ধ্যায়
তখনই গেলে সিজদায় দিশা পাওয়া যায়,বেদনা হারায়।
বারে বারে অধঃপতন।হৃদয় ছটফট।
আর বুঝি উঠবে না রবি।রবে আঁধার ভুবন
আলো-আঁধার দিবা যামী,জীবনভর।
আমার আল্লাহ্-ই সহায় আলো-আঁধারে।
চলতে চলতে জীবনে শক্তি।আবার বলহীন।
বিশ্বাস-অবিশ্বাস,হাসি-কান্না জীবন সমুদ্রে
সব শেষ সিদ্ধান্ত,তৃপ্তি-মুক্তি কোথায়?
মানবেই শেষে আমার আল্লাহর হুকুম,নবীজীর আদর্শ।
০৪.০৯.২০১০