মনে তে কষ্টের হাহাকার
বুঝানো যায় না কিছুতে,কাউকেই
সুখী ভাববেই সব জনা
তোমার বসবাস বিষাদে,রবে ই।
ধরা মাঝে তুমি দুখী জন
আড়াল করে রাখিলে
কেউ জানবে না,বুঝবে না কভু
শুধু নীরবে তুমি কাঁদিলে।
জীবন পথে মূলতঃ একাকী
কেউ হবে না দুঃখের ভাগি
যত খোঁজো আপনজন
কাঁদবে না কেউ তোমার লাগি।
এই তো ধরা মাঝে স্বার্থের খেলা
কেউ কারো নয়,শুধু অভিনয়
দিকে দিকে মুখোশ পরা লোকজন
আপনার কেউ নাই,জীবন বিষাদময়।
০৯.০৫.২০১৬