কি দ্বিধা মনে কেন আঁখি ছল ছল
জানি না অন্দর মহল কেন টলমল
ঝরা পাতার মর্মর ধ্বনি বাজে বুকেতে
কি আশায় সম্মুখ অবগাহন পলে পলে।
আকাশেতে বাজে কি সুর বিষাদের
হৃদয়ের খেলাঘরে বাজে কি সুর আবেগের
বিহঙ্গের দল উড়েছে কি ডানা মেলে
তবে কেন কাঁদে মন,বন্ধি অন্তর জ্বলে।
কে কিভাবে কাঁদিয়ে গেলো মোরে সহসা
নিশ্চুপ হয়ে গেলো হৃদয়ের সহস্র ভাষা
বুঝিনা আমি বুঝতে পারি না আর কিছুতে
কি বিষাদে হৃদয় জ্বলে,হারায় মন অতলে।
আজিকে সংশয়ে বুকের ভেতরে দাবানল
অচেনা বিরহী সুর ঝরায় শুধু আঁখিজল
জমেছে বিষাদ হৃদয় কোণে দলে দলে
থেকে থেকে কান্না,বিবাগী হৃদয় জ্বলে।
২২.০৬.২০১৩