এই বৃত্তের বেড়াজালে বন্দি আর কতকাল
মন চায় ভেদ করতে এই বৃত্তের পরিধি
আর কতদূরে আলোক ধারা হে নিঠুর বিধি!

বুঝি ঘোর অমানিশা জীবনের নিয়তি
মন চায় শুধু চায় ঐ উন্মুক্ত প্রান্তর
কতকাল কতকাল আর অমানিশা নিরবধি!

ভব রঙ্গে মন ভাঙ্গে অবিরত সারাবেলা
আপনার জন নেই আপনাতে আর
জীবনের চাওয়া-পাওয়া চারদেয়াল পরিধি।

হেথা নাই কেউ আপনজন নাই নাই রে
বিরামহীন বন্দি জীবন হারায়েছে মনের বাইরে
আর কতকাল এভাবে ওগো নিঠুর বিধি!
জুলাই,২০১২