আমার প্রাণের প্রিয়া
যাও ভালোবাসা দিয়া
কেন দূরে থাকো বলো
খোল হৃদয় দুয়ার খোল।
আমি ডাকি তোমারে
তুমি কি ভাব বারে বারে
কাছে এসো সজনী
কেটে গেল যে রজনী।
ওগো প্রাণের বঁধুয়া
আমার মনটাকে নিয়া
করো না খেলা এইভাবে
কাঁদাইওনা মোরে নীরবে।
ডাকি আমি ডাকি তোমায়
ভালোবাসা দাও আমায়
দাও সাড়া মোর আহ্বানে
দূরে থেক না বিরহ গানে।
আগস্ট, ২০১৪