আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
মনে মনে ক্ষণে ক্ষণে
কত দুঃখ পাই
কত যে কাঁদি
আমার মা যে আর নাই।
যখন ছিলেন কাছে
দিতে পারি নাই
তার সঠিক মর্যাদা
মূর্খ আমি ভাই।
আজ বুক জুড়ে হাহাকার
বেদনার কারবার
সারাক্ষণ হরদম
থেকে থেকে জেরবার।
মায়ের তুলনা নাই
দুনিয়ার কোথাও যে ভাই
ভালোবাসো সদা মাকে
এই আকুতি জানাই।
০৮|০৪|২০২৪