সেই চাহনি আর রোমাঞ্চ জাগায় না
বুঝি পুড়ে গেছে মন,পোড়া মনে
আর শিহরণ জাগে না
প্রিয়ার চাহনি ধূসর এখন।
কতকাল কেটে গেছে তবু অপেক্ষার প্রহর
শেষ হয়নি,তোলেনি আলোড়ন
কোনো ডাগর নয়নি বুক জুড়ে
বিষাদ চাহনি সারা দিনমান এখন।
মলিনতা আর শুধু ঝরে যাওয়া
আশাবাদী বুকে শুধু কষ্টের ডামাডোল
সজীবতা খুঁজে ফিরে রোজ রোজ হা হুতাস
বঁধুয়ার নয়ন মলিন এখন।
আমি পুড়ে পুড়ে জেরবার আজীবন
বুঝে উঠতে পারিনা প্রিয়ার মন
তার চাহনি তার চাওয়া পাওয়ায়
শুধু অমানিশা আর হতাশা এখন।
২৩|০৪|২০২২