যখন জীবন খেলায় মত্ত।সময়ের খেলায়
নীলিমার নীল পারে না রাঙাতে
অস্থির সময়ের অস্থির জীবন।

ধূলি,ধোঁয়া,হাইড্রোলিক হর্ণ।বন্দি জীবন
স্বপ্ন চারদেয়াল।নীরব শ্রোতা নই বলিয়ে-
অস্থির সময়ে চুপচাপ রাষ্ট্রযন্ত্র
সভ্যতা,আধুনিক সভ্যতা।নাকি বর্বরতা
ভেবে পাই না।গড়মিল-ব্যস্ত জীবন।

অস্থির সময়ে ব্যস্ত জীবনে অনিশ্চয়তা
কি প্রত্যাশায় কিসের আশায় অবগাহন-
জানা নেই কারো।তবু স্বপ্ন রঙিন
পাখির মতো বাসা বাঁধা ,সংসার দুদিনের।
জীবন অচেনায় অজানায় অবিরত গমন।

খেলাঘরের খেলা।সময়ের লীলা।
বুঝিনা।তবু গড়ছে কাল নতুন সভ্যতা।
জুলাই,২০১২