যদি কষ্ট পাবো, যদি কাঁদব
যদি চলতে চলতে কিংকর্তব্যবিমূঢ়
তবে কেন বেঁচে থাকা, এই চলাচল।

দাঁড়াও পথিক ক্ষণিক তবে এখানে
জীবনের শুরু থেকে বিষাদ যদি সর্বময়
তবে কেন সুখ খোঁজ, এর কি-বা ফলাফল?

চলতে চলতে সহসাই সবকিছু শেষ
তবে কি চায় মানুষ, কি-বা খোঁজে সারাক্ষণ
সত্যি কেউ জানে না ঠিকানা, এ-ই ফলাফল।