এভাবে চলতে চলতে শেষে
দাঁড়াবো তোমার প্রান্তে এসে
কোন এক অবকাশে।
আশা আছে মনের আকাশে
ফেটে পড়ে উল্লাসে
পথ চলে তোমার আশে।
এভাবেই চলতে চলতে আমি
পেয়ে যাবো,দেখে নিও তুমি
কেননা আমি সংগ্রামী।
এভাবেই একদিন অবশেষে
দেখবে তুমি আমার পাশে
কোন এক অবকাশে।
০১.০১.২০১০