দয়া চাই দয়াময়
করুনার লাগি কাঁদি
কঠোর হইও না দয়ালু গো
এই অধমের ওপরে হায়।

দয়া যদি নাহি করো
হারাবো দুঃখের গভীরে
এ মন সারাদিন ময়
ঢেকে থাকে নীবীড় তমশায়।

কি দুঃখ কিইবা বিষাদ
অন্তর্যামী জানো তুমি
এ বেদনা দেখানো নাহি যায়
পড়ে থাকে মন স্মৃতির কিনারায়।

তোমা পানে চেয়ে চেয়ে আমি
দিবস-রজনী ক্লান্ত হয়ে যাই
তোমার করুণা বারি লাগি
চাতক সম চেয়ে থাকি শূন‌্যতায়।

ওগো দয়াশীল মহান আল্লাহ্
প্রার্থনা কবুল করো আমার
তুমি ছাড়া আমার উপায় যে নাই
আর কতো জীবন থাকবে অমানিশায়।
০১.০৩.২০০৫