আমি বড় কমজোড় ধরায়
ডুবে থাকে মন হতাশায়
দয়াময় উপাসনা দরবারে তোমার
সাহস জোগাও হৃদয়ে আমার।

সাগরের স্রোতে নিমজ্জিত হৃদয়
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে যায়
পাপে ডুবু ডুবু খেলা ঘর
ভেঙ্গে পরবে হয়তো অতি সত্তর।

গুনাহ্ থেকে বাঁচাও আমায়
পাপী বান্দাহ্ ডাকে তোমায়
ক্ষমা করো ইয়া আল্লাহ্
পাপী বান্দাহ্ চাচ্ছে পানাহ্ ।
০৭.০৬.২০০৭