কেন দেখিলাম তারে
মন আনচান করে
নিরিবিলি চুপিসারে।
বুঝি লাগলো আবার দখিন হাওয়া
প্রান খুলে গান গাওয়া
একি নব প্রেমের হাওয়া।
কেন দেখিলাম তারে
উচাটন মন হু হু করে
সে যে চলে গেল দূরে।
বুঝি পেয়েও হারানোর খেলা
সুখ না আসতেই দু:খের পালা
নাকি এ নতুন কোনো জ্বালা।
(বল) কেন দেখিলাম তারে
সে পাগল করলো আমারে
হৃদয় ছুঁয়ে গেল হারিয়ে।
বুঝি মাতাল হাওয়া ছুঁয়ে গেল
হৃদয়ে বিরহ ছড়িয়ে দিল
কিছু বিষাদ জমিয়ে গেল।
ফেব্রুয়ারী ২০১২