চাইলে মন ঈমান
পড় শুধু কোরআন
হাদিস খুলে দেখলে
চোখ যাবে তোমার খুলে।

কুরআনের আলোতে
পারবে পথ চলতে
পড় কুরআন তুমি
সারাবেলা দিবা-যামী।

হাদিস ও আলো দেবে
সত‌্যের পথ চেনাবে
কভু হেলা করো নাক
হাদিস বুকেতে রাখ।

কুরআন-হাদিস মাঝে
সত‌্যের ঠিকানা আছে
চাইলে খাঁটি ঈমান
পড় হাদিস-কুরআন।
১৯.১২.২০০৯