ঘুম থেকে উঠেই প্রত্যহ দৌঁড়
ছোটে কুলি মজুর কাজের খোঁজে
রিক্সাচালক কিম্বা অফিসার
কেউ বাদ যায় না ইঁদুর দৌঁড়ে।
দেখ ছুটছে ঐ প্রধানমন্ত্রী
ছুটছে আমলা, এম.পি, সচিব
ছুটছে কৃষক নিজের জমিতে
ছুটছে শ্রমিক হয়ে নির্জীব।
দেখ ছুটছে ব্যবসায়ির দল
নিজের কাজে ছুটছে অবিরত
ছুটছে শিক্ষক, কামার ও মুচি
সবাই মিলে ছুটছে সতত।
আহারের নিমিত্তে ছুটতে হবে
প্রতিদিন দৌঁড়াতে হবে সবার
আমিও ছুটে চলি অবিরত
কেননা সবার-ই চাই আহার।