বহুরুপী বহুজন
ধরা মাঝে শত আয়োজন
আল্লাহ্ র সৃষ্টি লীলা
বুঝিবার নাই জ্ঞান।

আমি পাপী জন
কম জোড় কম জ্ঞান
ভুলে ভুলে সয়লাব
ব্যথিত মোর জীবন।

কেউ আলি শান বাড়ী তে
কারো জীবন ফুটপাতে
কেউ কান্নায় কেউ হাসি তে
চলছে এই দুনিয়াতে।

কেউ ভরপুর কেউ শূন্য
কেউ খায় কেউ খায় না
বহুরূপ বহু রঙ এখানে
কারো খোঁজ কেউ রাখে না।

রহস্যময়ী ধরা যেন
কেউ কারো নয়
আপনার সুখ রচিতে
সব জনা স্বার্থপর হয়।


রূপের নাই কোনো শেষ
কতো যে বলবো ভাই
বহুরূপী আমজনতা বিদ্যমান
শুধু মান-হুস নাই।
২২.০৭.২০১৬