আমার মনের শান্তি সে যে
দিনে রাতে সকাল সাঁঝে
মুহাম্মদ(সাঃ) নামের ঐ আলো তে
রওশন আমার জীবনটা যে।
এই জীবনের দুঃখ তাপে
সান্ত্বনা মোর মুহাম্মদ(সাঃ) যে
ইসলামের এই শান্তি ছায়ায়
নিয়ে এলেন মোর নবী যে।
হায়! ব্যথিত ছিলাম আমি
কান্না ছিল বুকে তে আমার
কুরআন হাদিস চোখ খুলিল
দূর হলো সব হতাশা আমার।
মোর নবীজীর ধ্যানেতে জীবন
রঙিন হলো আঁধার ভুবন
দ্বীনের শিক্ষায় পথের দিশায়
তৃপ্ত হলো পাপীর এই মন।
ইসলামের এই পথ চিনিয়ে
ধন্য জীবন করলো যে রে
মোর ভালোবাসা তারই তরে
মুহাম্মদ(সাঃ) নাম রাখি মাথায় করে।
শুকুর হাজার বার যেন
দরবারে তে আল্লাহ্ তোমার
শ্রেষ্ঠ নবীর করেছ উম্মত
ধন্য হলো জীবন আমার।
০৫.০৫.২০১৬